নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হলে ভিপি ও জিএস পদে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন।
ভিপি পদে সাদিক ১৪৭২, উমামা ৬১৪, আবিদ ৫৭৫, শামীম ৬৮৪ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ১১২০, মেঘমল্লার ৭৮০, আরাফাত ৬৬৪, হা-মিম ৪৪৭, আবু বাকের ২৪১ ভোট পেয়েছেন।
এজিএস পদে মহিউদ্দীন ১২২৪, মায়েদ ৪৭৪, তাহমিদ ৩৭৫, জাবির ২৪৯, মহিউদ্দিন রনি ১২৪ ভোট পেয়েছেন।