হোম > শিক্ষা > ক্যাম্পাস

হেরে যাওয়ার ভয়েই ভোট বর্জন কি না, প্রশ্ন শিবির-সমর্থিত জিএস প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিবির-সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে ছাত্রদল-সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করেছে কি না—এমন প্রশ্ন রেখে জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচনে থাকা বা বর্জন করা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে কারণটা তাঁরাই ভালো জানেন।

গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত অনেকগুলো কারচুপির ঘটনা ঘটেছে—এমন অভিযোগ তুলে মাজহারুল ইসলাম বলেন, পোলিং এজেন্টদের সঠিকভাবে নিয়োগ দিতে দেওয়া হয়নি। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা আটক হয়েছেন। বঙ্গমাতা ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের একটি সম্পূর্ণ গ্রুপ ঢুকে নির্বাচন আটকে দিয়েছে এবং গোলযোগের সৃষ্টি করেছে। সে জায়গায় শিক্ষার্থীরা সরাসরি প্রতিবাদ জানিয়েছে যে কাজটি আসলে যৌক্তিক ছিল না।

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘২১ হলে ও তাজউদ্দীন হলে তাঁরা জোরপূর্বক প্রার্থী হয়েও কেন্দ্রে ঢুকতে চেয়েছেন, শিক্ষার্থীরা সেখানে প্রতিরোধ গড়ে তুলেছেন। এসব ঘটনা আমাদের বিরুদ্ধে নয়, বরং যারা আমাদের বিপরীত দিকে আছে, তাদের বিরুদ্ধে যায়। এত কিছু সত্ত্বেও আমাদের ওপর দায় চাপানো হচ্ছে, অথচ আমরা স্বচ্ছতা রক্ষার জন্য গতকাল রাত থেকে আরও বেশি প্রচেষ্টা চালিয়েছি। গতকাল রাতে আমাদের পাশে তেমন কেউ ছিলেন না। আমরা আমাদের স্বচ্ছতার ব্যাপারে আত্মবিশ্বাসী, তাই আমরা শুরু থেকেই আমাদের অবস্থান পরিষ্কার রেখেছি। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা যদি আমাদের গ্রহণ করে, তা আমরা মেনে নেব, গ্রহণ না করলেও মেনে নেব। কিন্তু শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি।’

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা