হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডিআইইউতে পাঠকবন্ধুর মনোমুগ্ধকর ক্যাম্পাস আড্ডা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আড্ডার শেষে গান পরিবেশন করছে ডিআইইউর জনপ্রিয় ব্যান্ড ‘সাদাকালা’। ছবি: পাঠকবন্ধু

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সবুজ ক্যাম্পাসে জমেছিল ভিন্ন স্বাদের এক আড্ডা। আজ (বুধবার) রাজধানীর বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন হয়। আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর ডিআইইউ শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে বসে আলোচনা করেন। অনুষ্ঠানজুড়ে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার উপায় নিয়ে প্রাণবন্ত আলাপ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পাঠকবন্ধু ডিআইইউ শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ এবং সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান। আজকের পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন ও পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান। পাঠকবন্ধু ডিআইইউ শাখার সভাপতি মুজাহিদ আল রিফাত ও সদস্য অতীশ চাকমা, শাহরিয়ার হক আসাদ, সিয়াম, মুরাদ হোসেন, সাধন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদি হাসান এবং সার্বিক পরিচালনায় ছিলেন তানজিল কাজী।

বক্তব্যে অনুপ্রেরণা

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ‘পাঠকবন্ধু জ্ঞান আহরণের এক বিস্তৃত ক্ষেত্র। শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান আহরণ এবং প্রয়োগের চেষ্টা করবেন। তরুণ প্রজন্মই আগামীর রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাই তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।’

অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, ‘পাঠকবন্ধু দুস্থ মানুষের সেবায় নিয়োজিত হবে। নিজেদের উজ্জীবিত করে ক্যারিয়ার গড়ে তুলবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে নানা সামাজিক কাজে যুক্ত হবে।’

সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যিনি পাঠক, তিনিই বন্ধু। আর যাঁরা পাঠকের সঙ্গে থাকবেন, আমরা তাঁদের বন্ধু হয়ে থাকতে চাই।’

আরেক সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, ‘ভালো বক্তা হতে হলে যেমন ভালো শ্রোতা হতে হয়, তেমনি ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হয়। বই পড়ার অভ্যাস ছাড়া সৃজনশীলতা বিকশিত হয় না। তাই বই পড়ার বিকল্প নেই।’

আজকের পত্রিকার কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘একজন শিক্ষার্থী শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলেই যথেষ্ট নয়; সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত থাকতে হয়। এ ছাড়া দক্ষ নাগরিক হয়ে ওঠা সম্ভব নয়।’

পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘আজকের পত্রিকা শুধু সমাজের অসংগতিগুলো পত্রিকায় প্রকাশ করেই বসে থাকে না, বরং সেগুলোর সমাধানে পাঠকবন্ধুর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছে। পাঠকবন্ধু তরুণদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।’

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডিআইইউর উপাচার্য ড. জাহিদুল ইসলাম। ছবি: পাঠকবন্ধু

শিক্ষার্থীদের অনুভূতি

পাঠকবন্ধু সদস্য জান্নাতুল আরভী নাভা বলেন, ‘আমরা চাই নিয়মিত এ ধরনের আড্ডা হোক, যেখানে শেখার সুযোগ থাকবে। আমরা এমন আড্ডায় যোগ দিতে চাই।’

আশিকুল ইসলাম রনি বলেন, ‘আমরা দলবদ্ধভাবে সংস্কৃতি, সাহিত্য ও বই পড়ার প্রচারে কাজ করব। প্রতিভা সবার মধ্যে আছে, সেটি প্রকাশের সুযোগ দিচ্ছে পাঠকবন্ধু। এই সুযোগ কাজে লাগাতে চাই।’

মো. সিদরাতুল মুনতাহা রাকিন বলেন, ‘একদল শিক্ষার্থী আড্ডায় বসছে, সেখানে শিক্ষকেরাও উপস্থিত রয়েছেন। এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা।’

সংগীতে রঙিন সমাপ্তি

আড্ডার পর ক্যাম্পাসের কৃষ্ণচূড়ার বাগানে বসে মনোমুগ্ধকর গানের আসর। গান পরিবেশন করে ডিআইইউর জনপ্রিয় সাদাকালা ব্যান্ড। ‘সাদা সাদা কালা কালা’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘ধন্য ধন্য’, ‘লিচুর বাগানে’, ‘এত যে নিঠুর বন্ধু জানা ছিল না’সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশিত হয় আসরে। এতে ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজন প্রমাণ করে, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যক্রমেই নয়, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে সমৃদ্ধ হতে পারে

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা