হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটিতে নবান্ন উৎসব উদ্‌যাপিত

আইইউবিএটিতে নবান্ন উৎসব উদ্‌যাপিত। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্‌যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্‌যাপিত হয়।

নবান্ন উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টল এবং সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রুহুল আমিন, বায়ার ক্রপসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহীদুল ইসলাম এবং এ আর মালিক সিডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস স্বপন মালিক।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের ডিন মো. শহীদুল্লাহ মিয়া এবং কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যা সবার মন জয় করে। দিনব্যাপী এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করে এবং তাদের মাঝে দেশীয় ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা