হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ শেষ হয়েছে। গতকাল রোববার ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন–বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বিশেষ অতিথি লক্ষ্মীপুর ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের (ইউনানি) অধ্যক্ষ রওশন জাহান ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘নবীনরাই হচ্ছে আমাদের প্রাণশক্তি, তারাই এদেশের ভবিষ্যৎ নির্মাতা। এই বিশ্ববিদ্যালয় নৈতিকতা, জ্ঞান, সততা ও সমৃদ্ধ শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়তে চায়। আজকে যারা এই ক্যাম্পাসে নতুন, সেই তোমরাই হবে সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত পথিক।’