হোম > শিক্ষা > ক্যাম্পাস

এক যুগে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সুদীপ চাকমা

২০১২ সালের ১৪ এপ্রিল কিছু স্বপ্নবাজ তরুণ ও কয়েকজন অভিজ্ঞ শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় ‘বউ’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি মননশীল সংস্কৃতিচর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে।

প্রায় এক যুগে সংগঠনটি মঞ্চস্থ করেছে বেশ কিছু নাটক। এসব নাটকের মধ্যে আছে বউ, দালাল, স্ট্যাচু অব ডেমোক্রেসি, কবর, চৌরাস্তা, খ্যাতির বিড়ম্বনা, বেহুলা ভাসান, ইনডেমনিটি ও ১৯৭১, একুশের একাল সেকাল, দিনবদলের পালা, পাগল পাগল বদ্ধপাগল, রুপু, রক্তক্ষরণ, ইকুইটি, একুশ এবং অতঃপর ও একুশ আমার অহংকার শিরোনামের নাটক। এ ছাড়া সংগঠনটি উল্লুকের দেশে ও ফ্রি ভিসার ফাঁদে নামে দুটি পথনাটক এবং ফাঁসির দাবি নিয়ে এসেছি ও বাঙালির স্বাধীনতা নামে দুটি নৃত্যনাট্য প্রযোজনা করেছে। নাটক মঞ্চায়ন ছাড়া সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আন্তবিভাগ নাট্য প্রতিযোগিতা এবং আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। ২০১৯ ও ২৩ সালে সংগঠনটি দুটি আন্তবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবের আয়োজন করেছিল।

বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার বাইরে সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য শান্ত চন্দ্র চক্রবর্তী বলেন, ‘প্রথম দিকে আমরা শুধু বিভাগভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোয় নাটক মঞ্চায়ন করতাম। পরে বেশ কিছু শিক্ষার্থী মিলে এই সংগঠন গঠন করার উদ্যোগ নিই। সংগঠন পরিচালনা ও নাট্যশিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনেক সংস্কৃতিমনা শিক্ষকের সহযোগিতা পেয়েছি।’

সংগঠনটির বর্তমান সভাপতি গুলশান পারভীন সুইটি। তিনি বলেন, ‘যাত্রার শুরু থেকে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ও সৃজনশীল কাজ করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করছে।’

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর