হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয় খুলবে: উপাচার্য ড. সাদেকা হালিম

প্রতিনিধি, জবি

সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এলে বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। গতকাল শনিবার এক ফোনালাপে এ তথ্য জানিয়েছেন উপাচার্য। 

ড. সাদেকা হালিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আসবে সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। তা ছাড়া বিশ্ববিদ্যালয় খুলতে পরিবেশ সৃষ্টি হতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান তৈরি করতে হবে।’

সাদেকা হালিম আরও বলেন, ‘ক্যাম্পাস খুলতে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো ছাত্রসংগঠন, কোটা সংস্কার আন্দোলনকারী—সবার নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়। ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে।’

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে দেওয়া সব চিঠিতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদে অবস্থানের নির্দেশনা দেওয়ার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস