হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে গতকাল শনিবার (১২ জুলাই) একটি জমকালো নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ, মূল্যবোধ এবং বিভিন্ন সহায়তামূলক সেবাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। দিনব্যাপী এই অনুষ্ঠান দুটি আলাদা সেশনে আয়োজন করা হয়।

প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং দ্বিতীয় সেশনে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারপারসন তাসমিম শায়েরা মঈন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির উপাচার্য ড. কামরুল আহসান।

প্রধান অতিথি স্থপতি মাহবুবা হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় হলো সেই জায়গা যেখানে তোমরা নিজেকে ও নিজের ভবিষ্যৎকে আবিষ্কার করবে।

সিনিয়র ভাইস চেয়ারপারসন তাসমিম শায়েরা মঈন বলেন, শৃঙ্খলা ও সহানুভূতি চর্চা একজন শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো চর্চাই একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তোলে।

উপাচার্য কামরুল আহসান নতুনদের স্বাগত জানিয়ে বলেন, ইউএপি তোমাদের একটি মানসম্মত ও শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার অভিজ্ঞতা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষাজীবনে আজীবন শেখার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া করপোরেট ব্যক্তিত্ব কামরান বকর সততা ও স্বপ্নের প্রতি দায়বদ্ধ থেকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ড. আবু সাইয়ীদ মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. জি আর আহমেদ জামাল, অধ্যাপক ড. এম এ বাকী খলিলী, অধ্যাপক ড. অলোক কুমার সাহা ও ড. এ এস এম মহসিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। নতুনদের অনুপ্রাণিত করতে ইউএপির চারজন সফল প্রাক্তন শিক্ষার্থী তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ অংশে নতুন শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এখানে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও শিক্ষাগত সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

অনুষ্ঠানে বিওটি সদস্য ড. এম আলাউদ্দিন, আলহাজ আব্দুল মালেক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর