হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটিতে আইকিউএসি-অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ কর্মশালা

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এসএম কবির মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘অ্যাক্রেডিটেশন শুধু দেশের মধ্যেই স্বীকৃতি এনে দেয় না, বিদেশেও একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করে। এর মধ্য দিয়েই প্রতিষ্ঠানের র্যাংকিং বাড়ে, গ্রাজুয়েটরা এগিয়ে যায়।’

অন্যান্য বক্তারা বলেন, যেকোনো কাজের পূর্বপ্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ জরুরি। এর মাধ্যমেই সক্ষমতা অর্জন এবং একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নেওয়া যায়—সে সম্পর্কে প্রস্তুতি নেওয়া যায়।

কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা-কারিকুলামের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা হয়। পরে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু