হোম > শিক্ষা > ক্যাম্পাস

বসন্ত উৎসবে মাতলেন ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা

ঋতুরাজ বসন্তকে ঘিরে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব-১৪৩০। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ড্যাফোডিল পলিটেকনিকের নিজস্ব ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পিঠা মেলা। উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী বাহারি পিঠা, স্টলগুলোও সাজানো হয় গ্রাম-বাংলার সংস্কৃতিকে ধারণ করে। ড্যাফোডিল পলিটেকনিক হয়ে উঠেছিল সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুরু হয়। পরবর্তীতে ফিতা কেটে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মাদ নুরুজ্জামান ও ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কে এম হাসান রিপন।

এ ছাড়া বসন্ত উৎসবকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয় ফুল, বাঁশ বেত দিয়ে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের বর্ণিল পোশাকে ক্যাম্পাস হয়ে উঠেছিল রঙিন। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে একই সঙ্গে মেতে উঠেছিল শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত ছিল।

বসন্ত ঋতুকে ঘিরে বাঙালি জাতির অনেক বছরের যে উৎসাহ উদ্দীপনা এর সঙ্গে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মিলবন্ধন তৈরি করতে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ড্যাফোডিল পলিটেকনিকের কর্মকর্তা-কর্মচারীগণ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত