হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন

শিক্ষা ডেস্ক

সিএসই শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ডিএমএ চেয়ারম্যান মাহাবুব জামান।

সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমএর ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান, রহিম আফরোজের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস এবং সিএসই বিভাগের সহযোগী প্রধান অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করবে। শিক্ষার্থীরা এখানে আইওটি, অটোমেশন, পিসিবি ডিজাইন, এসএমপি ও ম্যানুফেকচারিং প্রক্রিয়ায় ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে। তিনি শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কর্মোপযোগী হয়ে ওঠার আহ্বান জানান।

ড. মো. সবুর খান আরও আশা প্রকাশ করেন, এই সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনোভেশন, গবেষণা ও উদ্যোক্তা উন্নয়নের একটি সফল হাব হিসেবে গড়ে উঠবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ