২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে।
এর আগে গত ১ এপ্রিল সকালে সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। প্রতি আসনের বিপরীতে ৩৩ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
জানা গেছে, দেশে সরকারি মেডিকেল কলেজ আছে মোট ৩৭টি। মোট আসনসংখ্যা চার হাজার ৩৫০ টি। এর মধ্যে মেধা কোটায় তিন হাজার ৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষে দেশের ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৩৮৯টি আসনের জন্য ভর্তির নির্দেশনা দেওয়া হবে।