হোম > শিক্ষা

ইন্টার্নশিপ নিয়ে ৭ পরামর্শ

ইন্টার্নশিপ বা শিক্ষানবিশি হলো হাতে-কলমে চাকরি কিংবা ব্যবসা শেখার প্রস্তুতি। আমাদের দেশে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে ইন্টার্নশিপ করতে হয়। তবে অনেকেই বোঝেন না, এই সময়টায় কী করা উচিত। ইন্টার্নশিপ নিয়ে সাতটি পরামর্শ দিয়েছেন শপআপের চিফ অব স্টাফ ও জেসিআই বাংলাদেশের সভাপতিমো. জিয়াউল হক ভূঁইয়া

ইন্টার্নশিপের তিন-ছয় মাসের যাত্রায় আপনি কী শিখতে চান, সেটা নির্ধারণ করে সেই উদ্দেশ্যে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য আগে থেকেই টার্গেট নির্ধারণ করবেন। যা শিখবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে শিখতে।

প্রশ্ন করবেন
মনের মধ্যে প্রশ্ন লুকিয়ে রাখতে নেই। জানার আগ্রহকে বিকশিত করেন। আর অবশ্যই সঠিক সময়ে সঠিক প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় সিনিয়রদের প্রশ্ন করতে আমরা বিব্রতবোধ করি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের কাছে যখন উত্তর জানতে চান তখন বিব্রতকর অবস্থায় পড়ার চেয়ে প্রশ্ন করে জেনে নেওয়া ভালো। যাকে প্রশ্ন করবেন তিনি অনেক সিনিয়র হলে আপনার অন্য সহকর্মী থেকেও জেনে নিতে পারেন।

উদ্যোগী হন
উদ্যম, উদ্যোগী হওয়া তারুণ্যের শক্তি। আপনার টিমের বিভিন্ন কাজ নেওয়ার ক্ষেত্রে নিজে থেকে উদ্যোগী হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। এতে কাজের ব্যাপারে কতখানি মনোযোগী এবং উৎসাহী তা প্রকাশ পায়। ফলে মেন্টরের একটা বাড়তি নজরে পড়বে।

ফিডব্যাক নিয়ে শিখেন
ইন্টার্নশিপ চলাকালে প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের কাজের ফিডব্যাক নিন। কীভাবে আরও ভালো করা যায়, সেটার সাজেশন নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিগত এবং পেশাগত জীবন —উভয় ক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজে ভুল হলে সেখান থেকে শিক্ষা নিন।

সম্পর্ক প্রতিষ্ঠা করেন
তিন-ছয় মাসের ইন্টার্নশিপের সময়টায় আপনার মানুষের সঙ্গে কেমন সম্পর্ক হয়েছে, তা বেশ গুরুত্বপূর্ণ। যদি সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে ভালো কাজ করা যায় তাহলে তা ভবিষ্যতে চাকরি পেতে কিংবা ব্যবসার সম্পর্ক গড়তে সাহায্য করবে। আর হ্যাঁ কথাবার্তায় মার্জিত, প্রফেশনাল হওয়াটাও দরকার। 

সময়নিষ্ঠ হওয়া
যেহেতু আপনি নতুন কিংবা সবার চেয়ে ছোট, বাকি সবার কাজই তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো কাজে দেরি করে কাউকে বসিয়ে রাখা কোনোভাবেই উচিত হবে না। যেকোনো কাজে কিংবা মিটিংয়ে সময়মতো উপস্থিত হয়ে যাবে।

গুছিয়ে কাজ করার চেষ্টা করেন
সব কাজ গুছিয়ে করার চেষ্টা করতে হবে। কাজের লিস্ট করা, ডেডলাইনগুলো মেনে চলা—এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা ডায়েরি মেনটেইন করা যথাযথ বলে মনে করি।

অনেকেই ইন্টার্নশিপ করে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তাই উপরিউক্ত বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইন্টার্নশিপের সময়ে ভালো ইম্প্রেশন দেওয়া যায়, তাহলে তা অবশ্যই স্থায়ী কাজের অফার পেতে সাহায্য করবে।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত