হোম > শিক্ষা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দীপ্তির আয়োজনে অনুষ্ঠিত হবে এআই অলিম্পিয়াড ২০২৫

বিজ্ঞপ্তি

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। ছবি: বিজ্ঞপ্তি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) উদ্যোগে আগামী ১২ এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড ২০২৫।

অলিম্পিয়াড আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর ও মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ মো. আল্ল্যাইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) নির্বাহী পরিচালক এবং এআই অলিম্পিয়াড ২০২৫-এর আহ্বায়ক রথীন্দ্রনাথ দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতা বাড়ানো, ভবিষ্যৎ এআই নেতাদের গড়ে তোলা, এআই শিক্ষার ঘাটতি পূরণ করা, নতুন এআইভিত্তিক উদ্ভাবন উৎসাহিত করা এবং বাংলাদেশকে বিশ্ব এআই প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশে প্রথমবারের মতো এআই অলিম্পিয়াড ২০২৫ আয়োজন করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হবে—

১. প্রাথমিক স্তর: স্কুলশিক্ষার্থীরা, যারা এআই সম্পর্কে জানতে চায়।

২. মাধ্যমিক স্তর: এইচএসসি এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা, যারা এআই সম্পর্কে মৌলিক জ্ঞান রাখে।

৩. উচ্চতর স্তর: বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী, গবেষক এবং পেশাদাররা, যাঁরা এআইতে বিশেষজ্ঞ হতে চান।

আয়োজকেরা জানান, এআই অলিম্পিয়াড হবে একটি সর্বজনীন প্রতিযোগিতা, যেখানে থাকবে প্রজেক্ট উপস্থাপনা, যেখানে এআইভিত্তিক সমাধান প্রদর্শন করা হবে। থাকবে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, যেখানে এআই শিল্পের নেতারা অংশগ্রহণ করবেন এবং আরও থাকবে প্রশিক্ষণ কর্মশালা, যা এআইয়ের সর্বশেষ প্রযুক্তি শেখাবে। এ ছাড়া সেরা এআই উদ্ভাবকদের জন্য থাকবে পুরস্কার ও স্কলারশিপ।

অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬-২৫ মার্চ পর্যন্ত এবং এআই অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল ২০২৫।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন