হোম > শিক্ষা

বাকৃবিতে সশরীরে পরীক্ষা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

দীর্ঘ ১৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিভিন্ন অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। 

আজ সোমবার সকাল ১০টায় কৃষি, পশুপালন ও মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। 

সরেজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের জন্য হলে মাস্কের ব্যবস্থা ছিল। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর বসানো হয়। 

উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারাই হলে ওঠার সুযোগ পাবেন। 

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। মাস্টার্সের পরীক্ষা শেষ হলে করোনাভাইরাসের গতিবিধি বিবেচনা করে সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে। 
 
পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম রিংকন বলেন, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটছিল। দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহসী পদক্ষেপের কারণে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি। 

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়