নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের স্নাতক দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। এ পরীক্ষায় ৮৭৮টি কলেজের ৩১টি স্নাতক বিষয়ে মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।