হোম > শিক্ষা

জাবির হল খুলছে ১১ অক্টোবর

জাবি প্রতিনিধি

মহামারি করেনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১১ অক্টোবর খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় আরম্ভ হওয়া এক অনলাইন সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষ হয় রাত ১০টায়।

হল খোলার সিদ্ধান্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২১ অক্টোবর থেকে হল খোলার সুপারিশ করা হয়। কিন্তু শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন ১১ অক্টোবর থেকে হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে নিষেধ করা হবে। অন্য ব্যাচের সব বৈধ শিক্ষার্থীর টিকা নিশ্চিত করে হলে ওঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিবহন ব্যবস্থা ও খাবার দোকানের বিষয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিবহন ব্যবস্থা ও খাবার দোকান খোলার বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অফিস আদেশের মাধ্যমে বিস্তারিত জানাবেন। আপাতত বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আজ বেলা ১২টায় হল প্রভোস্ট কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা ৫ অক্টোবরের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানান।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার