হোম > শিক্ষা

এআইইউবি কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষা ডেস্ক

উপাচার্য ড. সাইফুল ইসলামের পদত্যাগ, প্রশস্ত রাস্তা নির্মাণ, অতিরিক্ত ফি আদায় বন্ধ ও ক্লাবগুলোর স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে তাঁরা ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

শিক্ষার্থীদের এসব দাবি বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকাল থেকে তাঁরা ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিনের অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দিয়েছেন। বর্তমান শিক্ষার্থীদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরাও।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন নিয়মের সংস্কারের দাবিতে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন। কর্তৃপক্ষকে তাঁদের দাবিগুলো মেনে নিতে হবে। দাবি পূরণ হলেই কেবল তাঁরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

এদিন সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি দাবি মেনে নিলেও বেশির ভাগ দাবি এখনো মানা হয়নি। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগসহ তাঁদের অন্যান্য দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন না।

এআইইউবি বেসরকারি পর্যায়ের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এই বিশ্ববিদ্যালয় চারটি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রি ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি একটি স্বাধীন সংস্থা, যার নিজস্ব ট্রাস্টি বোর্ড রয়েছে।

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট