প্রিয় পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে একটু বলতে চাই।
বাংলা প্রথম পত্র
বাংলা প্রথম পত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কোনোক্রমেই একটি প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তরে ২২-২৩ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। এর চেয়ে বেশি সময় দিলে বাকি প্রশ্নের উত্তর শেষ করতে পারবে না।
সৃজনশীল পদ্ধতিতে যেহেতু চারটি অংশ (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, তাই প্রতিটি অংশের উত্তর লেখার সময় প্রতিবার নম্বরটা এভাবে লিখবে। যেমন তুমি ৩ নম্বর প্রশ্নটার উত্তর করবে। সে ক্ষেত্রে ৩ নং প্রশ্নের উত্তর (ক), ৩ নং প্রশ্নের উত্তর (খ), ৩ নং প্রশ্নের উত্তর (গ), ৩ নং প্রশ্নের উত্তর (ঘ) এভাবে লিখলে ভালো। আর এ লেখাগুলো ভিন্ন রঙের (সবুজ/নীল/মেরুন/বাদামি ইত্যাদি) কালি দিয়ে লিখলে দেখতে সুন্দর লাগবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে করতে হবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর, আরেক প্রশ্নের প্রয়োগের উত্তর—এভাবে করা যাবে না। কোনো উত্তর যদি কেউ না পারে, সে ক্ষেত্রে সেটা বাদ দিয়ে তারপরের অংশের উত্তর করতে হবে। জায়গা ফাঁকা রাখার দরকার নেই।
পরামর্শ: মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।