হোম > শিক্ষা

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর, আগামী সোমবার খুলছে হল

সিলেট প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ নভেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে আগামী ২৫ অক্টোবরের মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, আগামী ২ নভেম্বর থেকে শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু হবে। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া যে সকল শিক্ষার্থী এখনো টিকা নেননি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান উপাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। যে সকল শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ অক্টোবর দুপুর দুইটার মধ্যে টিকা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে টিকা কার্যক্রম বন্ধ থাকবে। 

উপাচার্য বলেন, আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। প্রথমদিন (২৫ অক্টোবর) স্নাতকোত্তর, দ্বিতীয় দিন (২৬ অক্টোবর) ৪র্থ বর্ষ, তৃতীয় দিন (২৭ অক্টোবর) ৩য় বর্ষ এবং চতুর্থ দিন (২৮ অক্টোবর) ২য় বর্ষের শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে