হোম > শিক্ষা

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর, আগামী সোমবার খুলছে হল

সিলেট প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ নভেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে আগামী ২৫ অক্টোবরের মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, আগামী ২ নভেম্বর থেকে শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু হবে। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া যে সকল শিক্ষার্থী এখনো টিকা নেননি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান উপাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। যে সকল শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ অক্টোবর দুপুর দুইটার মধ্যে টিকা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে টিকা কার্যক্রম বন্ধ থাকবে। 

উপাচার্য বলেন, আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। প্রথমদিন (২৫ অক্টোবর) স্নাতকোত্তর, দ্বিতীয় দিন (২৬ অক্টোবর) ৪র্থ বর্ষ, তৃতীয় দিন (২৭ অক্টোবর) ৩য় বর্ষ এবং চতুর্থ দিন (২৮ অক্টোবর) ২য় বর্ষের শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন