হোম > শিক্ষা

পাসের হারে দেশসেরা বরিশাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষায় পাসের হারে সাধারণ বোর্ডের মধ্যে প্রথম হয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। তবে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—দুটিই কমেছে। 

এবার পাসের হার হচ্ছে ৮০ দশমিক ৬৫। গত বছর ছিল ৮৬ দশমিক ৯৫। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গত বছর ছিল ৭ হাজার ৩৮৬ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে অর্ধেক। 
 
আজ রোববার বেলা ২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, পাসের হার এবং জিপিএ-৫ কমলেও সার্বিক ফলাফলে তাঁরা সন্তুষ্ট। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন তিনি। 

বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পাস করেছেন ৫৫ হাজার ৪১৩ জন। মোট পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ১০ দশমিক ৪ ভাগ বেশি। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৬ এবং মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৮৬। 

জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় তিন গুণ বেশি। ১ হাজার ২ জন ছেলে পরীক্ষার্থী এবং ২ হাজার ৭৯১ জন মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি