হোম > শিক্ষা

পাসের হারে দেশসেরা বরিশাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষায় পাসের হারে সাধারণ বোর্ডের মধ্যে প্রথম হয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। তবে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—দুটিই কমেছে। 

এবার পাসের হার হচ্ছে ৮০ দশমিক ৬৫। গত বছর ছিল ৮৬ দশমিক ৯৫। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গত বছর ছিল ৭ হাজার ৩৮৬ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে অর্ধেক। 
 
আজ রোববার বেলা ২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, পাসের হার এবং জিপিএ-৫ কমলেও সার্বিক ফলাফলে তাঁরা সন্তুষ্ট। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন তিনি। 

বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পাস করেছেন ৫৫ হাজার ৪১৩ জন। মোট পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ১০ দশমিক ৪ ভাগ বেশি। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৬ এবং মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৮৬। 

জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় তিন গুণ বেশি। ১ হাজার ২ জন ছেলে পরীক্ষার্থী এবং ২ হাজার ৭৯১ জন মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি