প্রতিবছর দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে পাড়ি জমান। শিক্ষার গুণগত মান ও উন্নত জীবনযাপনের কারণে বেশির ভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ ইউরোপের দেশ। কিন্তু ইউরোপে পড়াশোনার খরচ বেশি। টিউশন ফি বাবদ গুনতে হয় মোটা অঙ্কের টাকা। ফলে সাধ থাকা সত্ত্বেও অনেকের সাধ্য হয় না ইউরোপে পড়তে যাওয়ার। তাই বলে কি থেমে থাকবে বিদেশে পড়তে যাওয়া? মোটেও নয়। আপনার জন্য রয়েছে বিশ্বের পাঁচ দেশ, যাঁরা টিউশন ফি ছাড়াই আপনাকে উচ্চশিক্ষার সুযোগ দেবে।
১. জার্মানি
প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। জার্মানিতে রয়েছে বিশ্বের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়। জার্মানির সব বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়।
২. নরওয়ে
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে ইউরোপে অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী দেশ। অর্থনৈতিকভাবে ও শান্তিতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে নরওয়ে। নরওয়ের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়।
৩. সুইডেন
উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সুইডেন খুবই চমৎকার। এটি খুবই উন্নত ও নিরাপদ এবং দেশটির শিক্ষাব্যবস্থা খুবই আধুনিক। সুইডেনের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ বা বৃত্তি দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারে।
৪. চেক প্রজাতন্ত্র
অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ হচ্ছে চেক প্রজাতন্ত্র। দেশটিতে উচ্চশিক্ষা অর্জনে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি শর্ত হচ্ছে চেক ভাষায় কথা বলতে জানা।
৫. অস্ট্রিয়া
অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি অর্থনীতিসমৃদ্ধ সেনজেনভুক্ত দেশ। আর্থিক মাথাপিছু আয়ের হিসাব অনুযায়ী অস্ট্রিয়া পৃথিবীর ধনী দেশগুলোর একটি। উন্নত ক্যারিয়ার ও বসবাসযোগ্য জীবনযাপনের জন্য অস্ট্রিয়া হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। অস্ট্রিয়ার বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি মুক্ত।
গ্রন্থনা: শাহ মুনতাসির