খুবি: করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। আর রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭২ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় করোনা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন পাঠদান ও পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির প্রতিবেদন ও কারিগরি কমিটি কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। করোনা মহামারিতে ইতো মধ্যে একাডেমিক ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা অনলাইনে পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে খুব শিগগিরই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর প্রথম একাডেমিক কাউন্সিল সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি অত্যন্ত সময়োপযোগী। এ ছাড়া অনলাইনে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে তা খুবই তাৎপর্যপূর্ণ।
একাডেমিক কাউন্সিলের এ সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিন বৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।