হোম > শিক্ষা

আইইএলটিএস: এক বিষয়ে আবার পরীক্ষার বিশেষ সুযোগ

আইইএলটিএস পরীক্ষার কাঙ্ক্ষিত ফল না পেলে এখন আবার পরীক্ষা না দিলেও চলবে। কেউ চাইলে চারটি বিষয়ের যে কোনো একটিতে আবার পরীক্ষা দিতে পারবেন। ‘ওয়ান স্কিল রিটেক’ নামে পরীক্ষার বিশেষ এই সুযোগ ভারতসহ বিভিন্ন দেশে আগেই চালু হয়েছে। এবার বাংলাদেশেও চালু করল ব্রিটিশ কাউন্সিল।

পুরো আইইএলটিএস পরীক্ষা আবার না দিতে চাইলে বা লিসেনিং, রিডিং, রাইটিং বা স্পিকিং বিভাগের যে কোনো একটিতে নম্বর কম পেলে শুধু সেই বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নম্বর বাড়ানো যাবে। ‘ওয়ান স্কিল রিটেকের’  ফরম্যাট ও সময় সাধারণ আইইএলটিএস পরীক্ষার মতই থাকবে। 

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসের পরিচালক অ্যান্ড্রু ম্যাকেনজি গণমাধ্যমকে বলেন, আইইএলটিএস পরীক্ষার সেবাগ্রহীতাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এই সুবিধা আনা হয়েছে। সঠিক প্রস্তুতি ও সহায়তা পেলে পরীক্ষার্থীরা সর্বোচ্চ নম্বর পেতে পারে।

‘তবে পরীক্ষার্থীরা যদি মনে করেন, প্রথম পরীক্ষায় তাদের দক্ষতার সঠিক প্রতিফলন হয়নি তাহলে তারা যে কোনো একটি বিষয়ে নিজেদের দক্ষতার প্রমাণ আবার দিতে পারবেন। এর মাধ্যমে ন্যায্য নম্বর পাওয়ার সুযোগ তৈরি হবে।’

পরীক্ষা একটি বিষয়ে
যদি কোনো পরীক্ষার্থী প্রথম পরীক্ষায় তাদের সর্বোচ্চটুকু না দিতে পারে তাহলে আইইএলটিএসের একটি স্কিলের ওপর রিটেক দেওয়ার সুযোগ দেয়া হবে। এর ফলে পুরো পরীক্ষা দ্বিতীয়বার না দিয়ে সময় ও অর্থ বাঁচানো যায়। কোন বিষয়ের ওপর দুর্বলতা কাটাতে জোরালো প্রস্তুতি নেওয়া যাবে। 

পরীক্ষার ফরমেট একই 
রিটেক পরীক্ষার সময় ও ফরমেট সাধারণ আইইএলটিএসের মতই হবে। তাই পরীক্ষার ধরন আগে থেকেই জানা। পরীক্ষার্থীদের নতুন করে প্রস্তুতি নিতে হবে না এবং নতুন ফরমেটে পরীক্ষা দিতে হবে না। 

নতুন টেস্ট রিপোর্ট ফর্ম 
একটি বিষয়ে আবার পরীক্ষা দিলে নতুন টেস্ট রিপোর্ট ফর্ম দেওয়া হবে। এই নম্বরপত্রে আগের পরীক্ষার নম্বর এবং সম্পূর্ণ সিইএফআর নম্বরও থাকবে। প্রধান পরীক্ষার পর ৬০ দিন পর্যন্ত রিটেক দেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষায় অংশ নেওয়ার মেয়াদ টেস্ট রিপোর্ট ফরমেই দেয়া থাকবে। 

আগের পরীক্ষার নম্বর অপরির্তিত থাকবে
ওয়ান স্কিল রিটেক দিলেও মূল আইইএলটিএস পরীক্ষার ফলাফল বাতিল হবে না। রিটেকের ফল কাঙ্ক্ষিত না হলে আগের ফলাফলের রিপোর্ট ব্যবহার করতে পারবেন। 
 
ওয়ান স্কিল রিটেক দেওয়ার শর্ত
সম্প্রতি কম্পিউটারে আইইএলটিএস দেওয়া পরীক্ষার্থীরা এই রিটেকের জন্য আবেদন করতে পারবেন। যেখানে এই রিটেক দেওয়ার সুযোগ আছে সেই টেস্ট সেন্টার থেকে প্রধান পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে হবে। 
 
প্রতিটি প্রধান পরীক্ষার জন্য একটিমাত্র স্কিলের রিটেক দেওয়া যাবে। ৬০ দিনের মধ্যে এই রিটেক দিতে হবে। 

রিটেকের জন্য বুকিং যেভাবে
আইইএলটিএসের পরীক্ষার পোর্টালে গিয়ে পরীক্ষার্থীদের নিজের আইডি দিয়ে লগ ইন করতে হবে। এরপর কোনো দক্ষতা বা বিষয়ে রিটেক দিতে চাইলে রিটেক বাটনে ক্লিক করতে হবে। 

এ বিষয়ে আরও তথ্য পেতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা