বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (বিএনএমপিসি) বিতর্ক ক্লাবের (বাংলা ও ইংরেজি) আয়োজনে আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ রোববার শেষ হওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান হাউস।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ৩ জুলাই চারটি ক্যাটাগরিতে এ অনলাইন প্রতিযোগিতা শুরু হয়। আজ শেষ হওয়া এ প্রতিযোগিতায় সবগুলো ক্যাটাগরিতেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউস চ্যাম্পিয়ন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস রানার আপ হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসা।