৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। আজ শুক্রবার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সোহরাব হোসাইন বলেন, ‘এখন পর্যন্ত যেহেতু সমস্যা হয়নি, তাহলে আর আশঙ্কানাও নেই। মূলত পরীক্ষা শুরুর প্রথম ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আর আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।’
পিএসসির চেয়ারম্যান জানান, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়। দুজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি করা হয়। এ বছর অধ্যাপক ড. শওকত আলী এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়।’
করোনার সময় ঝুঁকি নিয়ে বেশ কিছু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পিএসসির অধিকাংশ সদস্যই ষাটোর্ধ্ব। তাঁদের ঝুঁকি নিয়েই ৪২তম বিসিএসে চিকিৎসক নিয়োগ নিয়ে কাজ করেছি। ৮ হাজার নার্স নিয়োগের কাজ করেছি এবং ৪১৯ জন সিনিয়র কনসালট্যান্ট নিয়োগের কাজ সম্পন্ন করেছি।’
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫০ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলেছে। এবার ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন প্রার্থী।