ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামীকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তি আবেদন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে ৩২টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ২০টি বিভাগে মোট ৫৩৮ জন শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, যা মোট শিক্ষার্থীর ২৩ দশমিক ৩৪ শতাংশ।
আইন অনুষদের বিভাগগুলোতে ৪০ জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগগুলোতে ১৫ জন করে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।