হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঈদে অবলা প্রাণীদের বন্ধু মিশকাত

ক্যাম্পাস ডেস্ক 

২৭৫ দশমিক ৮৩ একরের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশাল এই ক্যাম্পাস প্রতিদিন মুখর থাকে শত শত শিক্ষার্থীর পদচারণে। কিন্তু বড় ছুটিতে; বিশেষ করে ঈদের সময়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা আপনজনের কাছে ফিরে যান, তখন এই ব্যস্ত ক্যাম্পাস হয়ে যায় ফাঁকা। সেই সঙ্গে একা হয়ে পড়ে ক্যাম্পাসের অসংখ্য কুকুর ও বিড়াল। খাবারের খোঁজে তারা ছুটে বেড়ায় এদিক-সেদিক। এবারের ঈদের ছুটিতে সেই অবলা প্রাণীদের পাশে ছিলেন মিশকাত তানিশা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ছাত্রী মিশকাত। তিনি ‘অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি’র একজন সদস্য। এই সংগঠন সারা বছর প্রাণীদের খাবার ও চিকিৎসাসেবা দিয়ে থাকে। তবে ঈদের ছুটিতে যখন অধিকাংশ স্বেচ্ছাসেবক বাড়ি চলে যান, তখন একাই দায়িত্ব কাঁধে তুলে নেন মিশকাত।

ঈদের দিন, যখন চারপাশ আনন্দ আর উৎসবে ভরে ওঠে—নতুন জামা, সুস্বাদু খাবার আর পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দে মেতে ওঠে সবাই, তখন মিশকাত হাতে খাবার নিয়ে বের হন ক্যাম্পাসে। রান্নার ব্যবস্থা না থাকায় তিনি বাজার থেকে বিস্কুট কিনে আনেন। বিকেল থেকে রাত অবধি ক্যাম্পাসে ঘুরে ঘুরে কুকুর-বিড়ালদের মুখে খাবার তুলে দেন। ওদের খুশিতে ঝলমলে চোখ আর লেজ নাড়ানোই ছিল মিশকাতের ঈদের সবচেয়ে বড় আনন্দ।

মিশকাত তানিশা বলেন, ‘ঈদের ছুটিতে আমার পরিবারের সদস্যরা বাড়ি গেলেও আমি যাইনি। শহীদুল্লাহ হলের দুটি অসুস্থ বিড়ালকে বাসায় এনে সেবা দিয়ে সুস্থ করেছি। এরপর প্রতিদিন আমি একাই কুকুরদের খাবার দিয়েছি।’

শুধু খাবার নয়, কোনো প্রাণী আহত বা অসুস্থ হলে মিশকাত তাদের সেবা করেন। প্রাণীদের প্রতি এই ভালোবাসা, দায়িত্ববোধ আর মমতা তাঁকে আলাদা করে তোলে।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)