হোম > শিক্ষা

বেতন-ভাতা চেয়ে উপাচার্য বরাবর কর্মকর্তার চিঠি

প্রতিনিধি, রাবি

এবার বেতন-ভাতা চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে এডহকে নিয়োগপ্রাপ্ত এক কর্মকর্তা। গত বুধবার ওই কর্মকর্তা সশরীরে উপাচার্যের দপ্তরে এসে চিঠি জমা দেন। বেতন-ভাতা চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি উপাচার্যের দপ্তরের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে উপাচার্যের দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘বুধবার ১৩৮ এ এডহকে নিয়োগ পাওয়াদের মধ্যে আনিসুজ্জামান নামে একজন সশরীরে এসে বেতন ভাতা চেয়ে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়টি উপাচার্য স্যারকে অবহিত করা হয়েছে। তিনি চিঠি রেখে দিতে বলেছেন বলেও জানান এই কর্মকর্তা।’ 

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আনিসুজ্জামান জনসংযোগ দপ্তরে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন। তিনি জাতীয় একটি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে রাজশাহীতে কর্মরত আছেন। 

চিঠির বিষয়ে জানতে মোহাম্মদ আনিসুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 
 
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু'র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

প্রসঙ্গত; শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে চলতি বছরের ৬ মে বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে ১৩৮ জনকে এডহকে নিয়োগ দেন। ওই দিন বিকেলেই এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অফিস আদেশে ১৩৮ শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীর কর্মস্থলে যোগদান স্থগিত করে। ফলে কর্মস্থলে যোগদান করতে পারেননি। তবে এরপর থেকে কর্মস্থলে পদায়নের দাবিতে আন্দোলন করে আসছেন নিয়োগপ্রত্যাশীরা।  

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)