স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ এডিবি সদস্যভুক্ত যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন খরচ, জীবযাত্রার ভাতা, চিকিৎসা ও দুর্ঘটনা বিমা, বিমান খরচ, বই ভাতা, গবেষণা ভাতা, ভিসা ফি, বিমানবন্দর কর ও লাগেজ ভাতা সুবিধা পাবেন।
আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই এশিয়ার কোনো দেশের নাগরিক হতে হবে। স্নাতকে ভালো ফলধারী হতে হবে। কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩৫ হতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ পেতে হবে। নিজের দেশে ফিরে যেতে ইচ্ছুক হতে হবে। নারী প্রার্থীো অগ্রাধিকার পাবেন।
আবেদন করতে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজিতে দক্ষতার সনদ, সুপারিশপত্র ও আয় বিবরণী লাগবে।
এখানে বিস্তারিত জানতে ক্লিক করুন।
এখানে আবেদন করতে ক্লিক করুন।