হোম > শিক্ষা

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সহায়িকা ডেস্ক

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থীই আছেন, যাঁরা স্ট্যানফোর্ডে পড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এটা বেশ ব্যয়বহুল একটা শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নাইট-হেনেসি স্কলার্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে সবাই এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন। 

নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়।

সুযোগ-সুবিধা
⬤  তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤  জীবনযাপনের জন্য আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤  আবাসনব্যবস্থা প্রদান করা হবে।
⬤  ছাত্রাবাস, বই-খাতা, একাডেমিক সাপ্লাই, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, যাতায়াত খরচ ও ব্যক্তিগত খরচের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤  প্রতিবছর একবার করে দেশে যাওয়া-আসার জন্য ইকোনমি ক্লাসের রাউন্ড টিকিট দেওয়া হবে। 
⬤  কনফারেন্স ও ভ্রমণের জন্য সাপ্লিমেন্টারি স্টাইপেন্ড দেওয়া হবে। 
⬤  কোনো স্কলার যদি সামার রিসার্চ প্রজেক্টের জন্য নির্বাচিত হন, তাহলে তাঁর সব খরচ স্ট্যানফোর্ড বহন করবে।

আবেদনের যোগ্যতা
⬤  ২০১৭ সাল কিংবা তারপরে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
⬤  প্রথমেই পূর্ণকালীন এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে
⬤  বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাল ও স্কলারশিপের জন্য আবেদনের সাল এক হতে হবে।
⬤  একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
⬤  ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
⬤  নেতৃত্ব প্রদানের দক্ষতা থাকতে হবে।
⬤  সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
⬤  অনলাইন আবেদনপত্র।
⬤  একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
⬤  ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।
⬤  ইউএস স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর।
⬤  এক পৃষ্ঠার রেজ্যুম।
⬤  ২টি রেকমেন্ডেশন লেটার।
⬤  প্রবন্ধ।
⬤  একটি ভিডিও স্টোরি।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন ওয়েবসাইট- https://knight-hennessy.stanford.edu/program-overview

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৩।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল