জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় রাজনীতি আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকারি কলেজের প্রিন্সিপাল স্যারদের এখন মন্ত্রী, এমপির বাসায় যেতে হয়। অথচ সেটা করার কথা ছিল না তাঁদের। এগুলো থেকে আমাদের সরে আসতে হবে।’
আজ সোমবার সিলেটের এমসি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এটিএম জাফরুল আযম।
বিশেষ অতিথি ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ মো. আকমল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম প্রমুখ।