হোম > শিক্ষা

১ এপ্রিল মেডিকেল এবং ২২ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। আগামী ১ এপ্রিল মেডিকেল ও ২২ এপ্রিল বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সিলেবাসের আলোকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক অনানুষ্ঠানিক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি মাসেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, ‘আগামী ১ এপ্রিল এমবিবিএস আর ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ 

গত ১৭ জানুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এর আগে গত বছরের ২ এপ্রিল করোনা মহামারির মধ্যে সারা দেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার