হোম > শিক্ষা

বশেফমুবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ পরীক্ষার্থী

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৮ হাজার ৬৮৭ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৩৮ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল শনিবার বিকেলে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হ‌ুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। এতে বিজ্ঞান, প্রকৌশল, জীব ও কৃষি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২২৮ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তিনটির মধ্যে ‘এ’ ইউনিটে ১৫০ টি, ‘বি’ ইউনিটে ২৭ টি, ‘সি’ ইউনিটে ২৭টি ও বাকি ২৪টি কোটায় আসন রয়েছে।

ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ‘এ’ ইউনিটে আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৭১৮ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২৭৮টি ও ‘সি’ ইউনিটে ৬৯৩ টি।

এ বিষয়ে মো. হ‌ুমায়ূন কবির বলেন, ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে। ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)