জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ এ সারা দেশে ১ম স্থান অধিকার করেছে তাজওয়ার হাসনাত ত্বোহা। সে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ছাত্র।
এলাকাবাসী জানান, ত্বোহা বরাবরই একজন মেধাবী শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি সে সহশিক্ষা কার্যক্রমেও সমান পারদর্শী। তার এই অর্জন প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক জানান, আমরা খুবই আনন্দিত। কেবল সহশিক্ষা কার্যক্রম নয়, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমেও মেধার পরিচয় দিয়ে যাচ্ছে ত্বোহা।
ত্বোহার বাবা এবং মা দুজনে সরকারি চাকরিজীবী। তাঁরা ত্বোহার এই সফলতার জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে ত্বোহাকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চান বলেও উল্লেখ করেন।