বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের দুই দিনব্যাপী করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার ১০টায় এ কার্যক্রম শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যে সকল শিক্ষার্থীরা এখনো করোনা টিকা গ্রহণ করেননি তাঁরা রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার ১ম ও ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। আজকের একদিনে প্রায় ৭০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করেছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান, ড. মো. মাহফুজ আলম, মো. সানবিন ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তানজীন হোসেন, ডা. শাম্মী আরা নিপাসহ বিসিসির কর্মকর্তা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।