হোম > শিক্ষা

চবির অসমাপ্ত পরীক্ষা অনলাইনে, পদ্ধতি নির্ধারণে কমিটি গঠিত

প্রতিনিধি

চবি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর করোনাভাইরাসের কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

অনলাইনে পরীক্ষা নেওয়ার পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করতে এরই মধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ মে) কমিটির সদস্যরা এ বিষয়ে মতামত দিতে প্রথম সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দেকে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) সৈয়দ মনোয়ার আলীকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন— সব অনুষদের ডিন, আইসিটি সেলের পরিচালক ও রেজিস্ট্রার।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কমিটির আহ্বায়ক প্রফেসর বেনু কুমার দে আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়া সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন বিভাগের আটকে থাকা অসমাপ্ত পরীক্ষা নেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। আগামী ২৭ মে আমরা সবাই (কমিটির সদস্যরা) বসব। প্রথমে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের কাছে পরীক্ষার বিষয়ে মতামত চাওয়া হবে। তাঁরা তাঁদের মতামত অনুষদের ডিনদের জানাবেন। ডিনরা কমিটির সভায় জানাবেন। পরবর্তীতে আমরা একটা পদ্ধতির বিষয়ে চিন্তা করে তা একাডেমিক কাউন্সিলে প্রেরণ করব। সেখানে অনুমোদন হলে পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের বর্তমান যে পরিস্থিতি— কখন বিশ্ববিদ্যালয় খোলা যাবে তা বলা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের সেশনজটের বিষয়টি মাথায় রেখে আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছি। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৭ মে কমিটির প্রথম সভা। সবকিছু বিবেচনা করে কীভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে সে বিষয়ে কমিটি এ সভায় সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, গত ৬ মে ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জুম প্ল্যাটফর্মে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো এখন থেকে অনলাইনে নেওয়া যাবে বলে সিদ্ধান্ত দেয় ইউজিসি। এ জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সাতটি শর্ত মানতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা