হোম > শিক্ষা

বিশেষ গবেষণায় সরকারি অনুদান পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচ ডিসিপ্লিনের (বিভাগ) ২২ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাতের বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন। মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২১-২২ অর্থবছরে তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। মনোনীত শিক্ষকেরা তাঁদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যায়। 

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষকদের মধ্যে পরিবেশ বিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান, অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও অধ্যাপক মো. আজহারুল ইসলাম। 

জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহমেদ, অধ্যাপক ড. মো. মাতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক জয়ন্তী রায়, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক মোছা. সাবিহা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. শিমুল দাস ও সহকারী অধ্যাপক ছোঁয়া মণ্ডল। 

এই ক্যাটাগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন থেকে রয়েছেন অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসাইন ও অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম। 

এ ছাড়া ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন থেকে জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছে অধ্যাপক মমতাজ খানম, সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ, অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ ও অধ্যাপক ওয়াসিম সাব্বির। 

প্রকৌশল ও ফলিতবিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (ইউআরপি) অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। 

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে প্রতি বছর সরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়। জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিতবিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ২৭৬ জন গবেষক। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ