২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নবীন শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান শুরু হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস ২৪ জুলাই শুরু হবে।
এর আগে, গত ২ মার্চ চলতি শিক্ষাবর্ষে ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ভর্তি ইচ্ছুক ৫১৮ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।