হোম > শিক্ষা

এক শিফটে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন থেকে এক পালায় (শিফট) চলবে। আজ রোববার স‌চিবালয়ে এক ব্রি‌ফিংয়ে প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘দেশের সব প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছরের জানুয়া‌রি থেকে এটা কার্যকর ক‌রতে পারব। সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে।’

সচিব আরও বলেন, ‘আমাদের দুই কক্ষের স্কুল আছে। এক কক্ষেরও স্কুল আছে। তিন কক্ষের স্কুলও আছে। এই দুই কক্ষে তো আসলে ছয়টা ক্লাস চালানো সম্ভব না। আর রাতারাতি আমরা ভবনও নির্মাণ করতে পারছি না। আমরা ছাত্র ও শিক্ষকের সংখ্যা সবকিছু বিবেচনা করে দেশের সব স্কুল এক শিফটে আনার পরিকল্পনা করেছি। সে ব্যাপারে কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষাসচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেওয়ার কথা ছিল আগেই। কিন্তু ফলাফল দিতে গেলে যাঁরা বিদ্যমান শিক্ষক আছেন, তাঁদের একটি আবেদন-নিবেদন দীর্ঘদিন পড়ে আছে। করোনাভাইরাস মহামারির কারণে যেটা নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’

‘প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা অনলাইনে বদলির কাজ করছি। তিনি বলেছেন, আগামী বিজয় দিবসের আগে অনলাইনে বদলি ও সহকারী শিক্ষক নিয়োগের কাজটি তিনি শেষ করতে পারবেন। আমাদের বিভিন্ন পদ শূন্য রয়েছে, সেখানে মামলা রয়েছে, রিট রয়েছে, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছি। বদলিটা আমরা সম্পূর্ণ অনলাইনে নিয়ে গেছি।’

সচিব বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেসব কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানে ১০ বছর কিংবা ১২ বছর ধরে আছেন, তাঁরা স্বাভাবিকভাবে তিন বছর পরপর বদলি হবেন।’

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক