হোম > শিক্ষা

‘জাতীয় কবিকে নিয়ে নির্মোহ গবেষণা বাড়াতে হবে’

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা শুধু বড় বড় ভবনের মধ্যে সীমাবদ্ধ, বড় বড় বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ। এসব থেকে বেরিয়ে এসে নজরুলকে নিয়ে নতুন করে গবেষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নজরুল গবেষক প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের সেমিনার কক্ষে আয়োজিত ‘মোস্লেম ভারত এবং নজরুল ও তাঁর অগ্রন্থিত রচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নজরুল বক্তৃতামালা-৬ এর ধারাবাহিকতায় সেমিনারটির আয়োজন করা হয়। 

প্রফেসর ড. সৌমিত্র বলেন, নজরুলকে খণ্ডিতভাবে তুলে ধরা হয়। নজরুল কিন্তু খণ্ডিত হওয়ার মানুষ নন। নজরুল একজন পরিপূর্ণ মানুষ। নজরুলকে নিয়ে যারা মাঠঘাটে কাজ করছেন তাঁদের খুঁজে বের করে প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত করা দরকার। 

নজরুলকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা নির্মোহভাবে অব্যাহত থাকবে জানিয়ে উপাচার্য বলেন, আমরা নজরুলকে নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করব। কেননা এখনো খুঁজলে নজরুলের অনেক কিছু পাওয়া যাবে। নজরুলের চিঠি, ডায়েরি এগুলো যদি আমরা পাই তাহলে সেটি বিশাল কাজ হবে। ছাত্রছাত্রীরা যে গবেষণা প্রস্তাব আমাদের জমা দিয়েছেন সেটি সত্যিই প্রশংসাযোগ্য। কেননা এর মধ্যে কিছু বিষয় আছে যা একদমই নতুন। 

ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন-গবেষণা ও সম্প্রসারণ দপ্তর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হ‌ুমায়ূন কবীরসহ গবেষক তত্ত্বাবধায়কবৃন্দ এবং অন্য শিক্ষকেরা।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল