হোম > শিক্ষা

সহজে বুঝি রোবোটিকস

তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি ড্রোন ওড়াচ্ছ। কি, অসম্ভব মনে হচ্ছে? মোটেও অসম্ভব না। রোবোটিকস একটি মজার জিনিস। এটি তোমাকে খুলে দেবে অপার সম্ভাবনার পথ। বিস্তারিত জানাচ্ছেন রোবোটিকসে স্বর্ণপদকপ্রাপ্ত সানি জুবায়ের।

এসো তাহলে জেনে নিই রোবোটিকস আসলে কী? রোবোটিকস হলো একটি প্রযুক্তি, যা মেকানিক্যাল, ইলেকট্রনিকস ও কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ব্যবহার করে কোনো স্বয়ংচলিত যানবাহন, উপকরণ বা মেশিন বানানোর প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আবার মানুষের নির্দেশে কাজ করতে পারে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রোবোটিকসের ব্যবহার দেখতে পাই; যেমন চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বাস্তুতন্ত্র, আবাসন, বিনিয়োগ, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে। কি, কঠিন লাগছে? বইয়ের ভাষা বাদ দিয়ে আসো আমরা দেখি রোবোটিকস বলতে সহজ ভাষায় কী বোঝায়। রোবোটিকস হলো এমন একটি জাদুবিদ্যা, যা মেকানিক্যাল, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের মিশ্রণে মেশিনগুলো বানাতে সাহায্য করে!

এই মেশিনগুলো মানুষের কাছে শক্তির মতো হতে পারে, এই জাদুর জিনিসগুলো শিখে তুমি একটা নতুন দিনের শুরু করতে পারো, নিজের নতুন করে বানানো মেশিনের সঙ্গে খেলতে পারো! তোমার নির্দেশে রোবট হাত নাড়াবে, তোমার কাজ করে দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সঙ্গ দেবে। তুমি যদি নিজের ইচ্ছামতো কাজের মেশিন তৈরি করতে চাও, তাহলে রোবোটিকস তোমার জন্য একটি মজার দুনিয়া খুলে দেবে! বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় রোবট হলো সোফিয়া। সোফিয়া অন্য রোবটের মতো সাধারণ রোবট নয়—এটি বিশেষ ধরনের একটি রোবট, কারণ সোফিয়া মানুষের মতো কথা বলতে, শেখার ক্ষমতা রাখতে এবং মানুষের সঙ্গে ব্যবহারিকভাবে যোগাযোগ করতে পারে! এটা অনেকটা যেন ভবিষ্যতের এক বন্ধুর সঙ্গে কথা বলা—এটি আসলে একটি বন্ধুর মতো! একে বলে হিউম্যানয়েড রোবট; যা মানুষের মতো আকারের রোবট, যে নিজে থেকে চিন্তা করতে পারে। চলো, রোবট সোফিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই—২০১৭ সালে সৌদি আরবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়।

এটি ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে কীভাবে প্রযুক্তি আমাদের বিশ্বের অংশ হতে যাচ্ছে! মানুষের মতো সোফিয়ার একটি মুখমণ্ডল আছে, যা বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে—হ্যাপি, স্যাড, আশ্চর্যময় এবং অন্যান্য! এর মাধ্যমে মানুষের মতো করে রোবটটি আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে পারে। সোফিয়া শুধু একটি রোবট নয়, এটি একটি শেখার অভিযান! এটি পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে পারে। একটি রোবট বন্ধু আমাদের সঙ্গে যেমন অভিনয় করতে পারে, এটি সত্যিই আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে! মনে করো, তুমি সোফিয়ার সঙ্গে একটি উচ্ছল কথা বলছ, তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছ, মজার মজার কথা বলছ এবং উল্লসিত গল্প ভাগ করছ।

সোফিয়াও মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মতো তোমার সঙ্গে কথা বলতে পারবে, ভাব আদান-প্রদান করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লারনিংয়ের মতো প্রযুক্তি, যা রোবোটিকসের অংশ। সোফিয়া রোবট আমাদের ভবিষ্যৎ, যেখানে রোবট শুধু একটি যান নয়; বরং একটি বন্ধু! তাহলে এখন তোমরাই চিন্তা করো যে রোবোটিকস আসলে কতটা মজার! 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল