হোম > শিক্ষা

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: গেটস-কেমব্রিজ স্কলারশিপ

সাদিয়া আফরিন হীরা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে বছরে ৬০ হাজার ইউরো পর্যন্ত গুনতে হয়। মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অবস্থা যাতে তাঁদের শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, তাই গেটস ফাউন্ডেশন প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গেটস-কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে থাকে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আওতায় এই স্কলারশিপ দেওয়া হয়। 

প্রতিবছর গেটস-কেমব্রিজ প্রোগ্রাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্যের বাইরের দেশগুলোর আবেদনকারীদের জন্য ৮০টি বৃত্তি প্রদান করে। এর দুই-তৃতীয়াংশ বরাদ্দ থাকবে পিএইচডি শিক্ষার্থীদের জন্য। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা পিএইচডি, এমএসসি ও এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে পারবেন। 
 
সুযোগ-সুবিধা
টিউশন ফি; ভিসা খরচ; বাৎসরিক ১৮ হাজার ৭৪৪ ইউরো ভাতা; ইমিগ্রেট হেলথ ইন্স্যুরেন্স; ৫০০-২০০০ ইউরো কনফারেন্স ভাতা; একটি সন্তান থাকলে ১০ হাজার ৯৪৪ ইউরো এবং দুটি সন্তান থাকলে ১৫ হাজার ৬১২ ইউরো পর্যন্ত ভাতা; মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ফান্ডিং; ফিল্ডওয়ার্ক ভাতা; এয়ার টিকিট; হার্ডশিপ ফান্ডিং ইত্যাদি। 

আবেদনের যোগ্যতা

  • ব্রিটিশ নাগরিক ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • আবেদনকারীকে অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে।
  • মানবসেবার প্রতি দৃঢ় মনোবল থাকতে হবে।
  • লিডারশিপে দক্ষতা থাকতে হবে।
  • সুপারভাইজারের অ্যাকসেপ্টেনস লেটার থাকতে হবে। 

আবেদন-প্রক্রিয়া

  • আবেদনকারীকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে আবেদন করতে হবে।
  • প্রয়োজনীয় সব তথ্য দিয়ে কোর্স ও কলেজ সিলেক্ট করতে হবে।
  • ফান্ডিং সেকশন থেকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
  • যেকোনো কোর্সসিট পূর্ণ হয়ে গেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। তাই যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের আবেদন করার পরামর্শ দেওয়া হয়। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • অ্যাপ্লিকেশন ফরম
  • তিনটি রেকমেন্ডেশন লেটার
  • রিসার্চ প্রপোজাল

তিন হাজার শব্দের পার্সোনাল স্টেটমেন্ট

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি, ২০২৩ (কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে) 
অফিশিয়াল ওয়েবসাইট এখানে

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা