হোম > শিক্ষা

রাবিতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি

প্রতিনিধি

রাবি: স্থগিত পরীক্ষা দিতে এসে আটকা পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।

আজ বুধবার সংগঠনটির রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষা গত ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষা আগামী ০৪ জুলাই থেকে বিভাগগুলো নিতে পারবে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। কিন্তু পরবর্তীতে রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ১১ জুন থেকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক। ফলে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আটকা পড়ে।

বিবৃতিতে ছাত্র নেতারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষা পুনরায় নেওয়ার তারিখ ঘোষণা করলে পরীক্ষা দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা রাজশাহীতে আসে। কিন্তু হঠাৎ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত লকডাউন-শাটডাউনের কারণে রাবির ব্যর্থ প্রশাসন পরীক্ষা আবারও স্থগিত করে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেক শিক্ষার্থী রাজশাহীতে এসে গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছে না। এই ভোগান্তির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর আজকের পত্রিকাকে বলেন, `আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। রাজশাহীতে গত ১১ জুন থেকে স্থানীয়ভাবে লকডাউন চলছে। স্থানীয় লকডাউন উঠে গেলে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দিব।'

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার