হোম > শিক্ষা

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ কমায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় বাদে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের আগে যেসব ক্লাস হচ্ছিল, সেসব ক্লাস দিয়ে শুরু করা হবে।

প্রাথমিক শিক্ষার্থীদের যেহেতু টিকা দেওয়া হয়নি, তাই আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে না। আরও দুই সপ্তাহ অপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান। 

করোনার সংক্রমণ কমতে থাকায় বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়, পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি