অস্ট্রেলিয়ায় বন্ড ইউনিভার্সিটি ট্রান্সফরমার বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বন্ড বিশ্ববিদ্যালয় দেশটির কুইন্সল্যান্ডে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ১৯৮৯ সালের ১৫ মে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারেন।
সুযোগ-সুবিধা
অস্ট্রেলিয়ায় বন্ড ইউনিভার্সিটি ট্রান্সফরমার বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া বৃত্তির শর্ত অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
পূর্ববর্তী ডিগ্রির সনদ। নেতৃত্ব, উদ্যোগ এবং সম্প্রদায়ের প্রতি সেবার প্রমাণ। দুটি তথ্যসূত্র। ব্যক্তিগত বিবৃতি। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ।
আবেদনের যোগ্যতা
অস্ট্রেলিয়ার নাগরিক নয়, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আগামী বছর জানুয়ারি থেকে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবেন। শক্তিশালী নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২৫।