হোম > শিক্ষা

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে আসন্ন বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনর মহাসচিব মো. শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, গত ২০২২-২৩ অর্থ বছরে কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। আসন্ন বাজেটে কারিগরি ও মাদ্রাসা খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। 

সংবাদ সম্মেলনে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে. এম. শামিম, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, মো: এলিন তালুকদারসহ আরও অনেকে।

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত