হোম > শিক্ষা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৪.৬৪ শতাংশ, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪২ জন উত্তীর্ণ এবং ৬৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৪.৬৪ শতাংশ।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনের ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা এক অনন্য সাফল্য। এ ছাড়া এ বছর ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, ‘এই কৃতিত্ব আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের ফসল।’

অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষাটি ছিল তুলনামূলকভাবে কঠিন ও ব্যতিক্রম। তারপরও আমাদের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী। তবে ২০২৪ সালের “জুলাই গণ-আন্দোলনের” পরবর্তী মানসিক ধাক্কা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করেছে, যার ফলে সকলের পক্ষে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হয়নি।’

বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, ‘ভীষণ ভয় ছিল, তবে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি। অধ্যক্ষ স্যার ও শিক্ষকদের অবদান আমি চিরদিন মনে রাখব।’

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী শিক্ষার্থী ইফফাত রিজিয়া সানির অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের লক্ষ্যপূরণে সর্বাত্মক সহায়তা করে।’

২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জনকারী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়