চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। বন্যাকবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তবে ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
এদিকে আইসিটি সেলের তথ্য অনুযায়ী রোববার দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কটি ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৩৫ হাজার ৮৪৬ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ৫০ হাজার ৫৩ জন, ‘খ’ ইউনিটে ৩৩ হাজার ৮৪২, ‘গ’ ইউনিটে ৯ হাজার ৮৮১, ‘ঘ’ ইউনিটে ৩৬ হাজার ২৪৮, ‘বি-১’ ইউনিটে ২ হাজার ৭৬৬ ও 'ডি-১' ইউনিটে এ পর্যন্ত আবেদন পড়েছে ৩ হাজার ৫৬টি।