হোম > শিক্ষা

চবি শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রতিনিধি

চবি: গণপরিবহন বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে তিন দিনের জন্য বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাস সার্ভিসটি আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত চালু থাকবে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ৪টি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সকাল ৮টায় ছাড়বে এবং পরীক্ষা শেষে বাসগুলো ক্যাম্পাস হতে বিকেল ৪টায় শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

একটি বাস এ কে খান মোড় থেকে ছেড়ে জিইসি-ষোলোশহর ২ নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। আরেকটি বাস বড়পুল থেকে ছেড়ে আগ্রাবাদ-টাইগারপাস-ষোলোশহর ২ নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। অপর একটি বাস নিউমার্কেট থেকে ছেড়ে কোতোয়ালি-বৌদ্ধমন্দির-জেএমসেন হল-গণিবেকারী-চকবাজার-পাঁচলাইশ-প্রবর্তক মোড়-২ নম্বর গেট-মুরাদপুর হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। এ ছাড়া আরেকটি বাস রাহাত্তারপুল থেকে ছেড়ে বহদ্দারহাট-মুরাদপুর হয়ে ক্যাম্পাসে যাবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল